সুনামগঞ্জে করোনাভাইরাসে একদিনে ২২ জন আক্রান্ত

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ৫, ২০২০

সুনামগঞ্জে করোনাভাইরাসে একদিনে ২২ জন আক্রান্ত

সুনামগঞ্জে একদিনে আরও ২২ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, গত সপ্তাহে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা নমুনা সিলেটে পাঠানো হয়েছিল। সিলেট থেকে এসব নমুনা ঢাকায় পাঠানোর পর আজ মঙ্গলবার ঢাকা থেকে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়। এই নিয়ে জেলায় ৫৮ জনের করেনা শনাক্ত হলো।

নতুন আক্রান্তদের মধ্যে- তাহিরপুরে ৬, শাল্লায় ৫, দক্ষিণ সুনামগঞ্জে ৪, ছাতকে ৩, দিরাইয়ে ৩ ও বিশ্বম্ভরপুরে ১ জন। এছাড়া, সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৯ জন। ১৫১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ৩শত’ ৬২ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

এছাড়াও মঙ্গলবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫ জন।

গত ১ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৩৪৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯৮৩ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪১৭ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩১০ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট