২০২১ সালে ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯

২০২১ সালে ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল

Manual1 Ad Code

মার্কিন টেক জায়ান্ট  অ্যাপল ২০২১ সালে ফোল্ডেবল আইফোন বা আইপ্যাড আনবে বলে সম্প্রতি  জানা গেছে।

তবে আগামী বছরেই প্রতিষ্ঠানটি তাদের প্রথম ফোল্ডেবল পণ্য আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্ত সেই পণ্য কি হতে পারে, সেটা সম্পর্কে কিছু জানা যাচ্ছে না।

অ্যাপল ২০২১ সালে ফোল্ডেবল আইপ্যাড আনবে, তার কিছু পরেই হয়তো আইফোনও আনা হতে পারে বলে বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ইউবিএস ধারণা করছে।

Manual1 Ad Code

তারা জানায়, নিজেদের ফোল্ডেবল পণ্য আনার আগে অ্যাপল তার দাম কমানো নিয়ে বিস্তর কাজ করবে।

এদিকে ইউবিএসের এক জরিপ থেকে জানা গেছে, এক তৃতীয়াংশের বেশি গ্রাহক অ্যাপলের ফোল্ডেবল কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তারা এর জন্য বাড়তি আরও ৬০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে রাজি।

এখন পর্যন্ত ফোল্ডেবল পণ্যের বিষয়ে সিনেটের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

Manual3 Ad Code

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোল্ডেবল ফোনের একটি পেটেন্টের নকশাও আপডেট করেছে অ্যাপল।

Manual6 Ad Code

এদিকে চীনা জায়ান্ট হুয়াওয়ে চলতি বছরই মেট এক্স উন্মোচন করে, যা আগামী সেপ্টেম্বরে বাজারে আসবে। এছাড়া স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ডও একই সময়ে বাজারে আসবে।

তবে এখন পর্যন্ত মটোরোলা, এলজি টিসিএলসহ আরও অনেক প্রতিষ্ঠান ফোল্ডেবল স্মার্টফোন আনার জন্য কাজ করছে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code