‘পদ্ম সেতুর জন্য মাথা লাগবে’ গুজবে আটক ১

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৯

‘পদ্ম সেতুর জন্য মাথা লাগবে’ গুজবে আটক ১

ছেলে ধরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস ও ম্যাসেঞ্জারের মাধ্যমে পদ্মা সেতুর জন্য মাথা লাগবে তাই সারাদেশে ছেলে ধরা হচ্ছে এমন গুজব ছড়ানোর অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুল সহিদ হাওলাদার (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) বিকালে উপজেলার চর মাদ্রাজ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

আটককৃত আব্দুল সহিদ হাওলাদার উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে।

চরফ্যাশন থানা ওসি সামছুল আরেফিন জানান, দীর্ঘদিন ধরে আব্দুল সহিদ হাওলাদার ভোলার বিভিন্ন উপজেলা ও গ্রামের মানুষকে ফোন করে, ফেসবুকে স্ট্যাটাস এবং ম্যাসেঞ্জারের মাধ্যমে শিশুদের মাথা কেটে নেয়া হচ্ছে ও ছেলে ধরারা শিশুদের ধরে নিয়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করেছে এবং এ কাজে তার সঙ্গে আরও দুজন রয়েছে বলেও জানান তিনি।