কুমিল্লা-৮ আসনে বিএনপি’র মনোনয়ন জমা দিলেন যুবদল নেতা মোরতাজুল করিম

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

কুমিল্লা-৮ আসনে বিএনপি’র মনোনয়ন জমা দিলেন যুবদল নেতা মোরতাজুল করিম

১৭ নভেম্বর ২০১৮, শনিবার : কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু। গতকাল বুধবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে সন্ধায় জমা দেন তিনি।

মোরতাজুল করিম বাদরু জানান, নির্বাচন ও আন্দোলন একসাথে চলবে। ধানের শীষের বিজয় হবে, দেশমাতা বেগম খালেদা জিয়া কারামুক্ত হবেন, দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন। কেন্দ্রীয় যুবদলের এই শীর্ষ নেতা বলেন, মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী। দল আমাকে মনোনয়ন দিলে এ আসনটি বিএনপি পুনরুদ্ধার করতে পারবে ইনশা আল্লাহ। তিনি আরো বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে, বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট