জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকারের আঁতে ঘা লেগেছে : মওদুদ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকারের আঁতে ঘা লেগেছে : মওদুদ

Manual7 Ad Code

জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকারের সরকারের আঁতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকার বিচলিত হয়ে পড়েছে এ জন্যই এখন ঐক্যফ্রন্টকে আক্রমণ করতে শুরু করেছে বলেও অভিযোগ করেন মওদুদ।

মওদুদ আহমদ বলেন, ‘এই ঐক্যফ্রন্টের মাধ্যমে সরকারের পরাজয় হবে।’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘তারা নিশ্চিত হয়ে গেছে যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বর্তমান সরকারের যে দল, সে দল বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে। এটা তারা বুঝে ফেলেই এই ঐক্যফ্রন্টকে আক্রমণ করা শুরু করেছে।’

Manual4 Ad Code

মওদুদ আরো বলেন, ‘আঁতে ঘা লেগেছে সরকারের। যে এটা কী করে সম্ভবপর হলো! এই ঐক্যফ্রন্টের মাধ্যমে সরকারের পরাজয় হবে।’

Manual1 Ad Code

এ সময় মওদুদ অভিযোগ করে বলেন, ‘সরকার ইচ্ছা করে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।’ পাঁচ হাজারের বেশি গায়েবি মামলায় বিএনপির প্রায় পাঁচ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে তিনি জানান।

Manual7 Ad Code

সুষ্ঠু নির্বাচন হলে সরকারের একজন মন্ত্রীও জয়ী হতে পারবেন না মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘এবার আর ছাড় দেওয়া হবে না।’

Manual6 Ad Code

এ ছাড়া সব বাধা পেরিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের দাবি আদায় করবে বলেও এ সময় হুঁশিয়ারি জানান এই বিএনপি নেতা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code