সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন বলেছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটি গুষ্টি প্রিয় মাতৃভূমিকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে কাজ করছে যারা বাংলাদেশ এগিয়ে যাক কখনও তা চায় না। বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি উদীয় টাইগার হিসাবে এগিয়ে যাচ্ছে তাই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে তারা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। এই বিষয়ে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীকে আরও সচেতন হতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদের বিষবৃক্ষ স্হান নিতে না পারে। গত ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ঘটিকায় শহরতলীর সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেনীর ছাত্র আক্তার হোসেনর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ থানার ইনচার্জ মোঃ আক্তার হোসেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা নুরুন নাহার আক্তার, সহকারী শিক্ষক শিশির কান্ত দেবনাথ, অসীম রন্জন তালুকদার, প্রভাষক মুন্না আচার্য, প্রভাষক সেলিম আহমেদ, প্রভাষক তাজউদ্দিন আহমদ, প্রভাষক মতিউর রহমান, ধর্মীয় শিক্ষক মাওলানা হেলালুর রহমান খাঁন। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সহকারী শিক্ষক বরুন চন্দ্র সরকার, অজয় কুমার তালুকদার, মাহবুবুল করিম, লাভলী চক্রবর্তী, দিলারা আক্তার, রাসেল তালুকদার, শিবু দেবনাথ, শিপা বেগম, যুবলীগ নেতা কয়েছ আহমদ, তাজউদ্দিন, ছাত্রলীগ নেতা নুরুল আমীন জুয়েল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট