ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী এনার বাস খাদে পড়ে নিহত ৩

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী এনার বাস খাদে পড়ে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামোড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম ঠিকানা এখনও জানা যায় নি।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার বলেন, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মহাসড়কের বৈশামোড়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট