বিয়ানীবাজারে দুই মোটরসাইকেল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৮

বিয়ানীবাজারে দুই মোটরসাইকেল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিলেটের বিয়ানীবাজারে পৌরশহরের নিমতলা এলাকার একটি ক্লিনিকের নিচ থেকে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার সকালে চুরি করে পালানোর সময় দুজনকে হাতে-নাতে আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার নিদনপুর গ্রামের রাসেল (২৫) ও তার বন্ধু উপজেলার খাসা পণ্ডিতপাড়া এলাকার কিরণ (২৫)। রাসেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোটরসাইকেল মালিক শফিকুল হক রিপন বলেন, জরুরি কাজে তিনি আলফা ক্লিনিকের নিচে টি আলী ফার্মেসির পাশে মোটরসাইকেলটি রাখেন। পরে তিনি দুই যুবককে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দেখে ফেলেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে চোরদের ধরে পুলিশে সোপর্দ করি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, আটকদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে। এ সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চালানো হবে। আটকদের বিরুদ্ধে মোটরসাইকেল মালিক রিপন বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট