সিলেটে ৫দিন ধরে যুবক নিখোঁজ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৮

সিলেটে ৫দিন ধরে যুবক নিখোঁজ

সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে এক যুবক পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শাহেদুর জায়েদ আহমদ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ির মো. আলী আকবরের ছেলে। তিনি নগরীর বনকলাপাড়ার নূরানী-১২৭/৬ নং বাসায় পরিবারের সদস্যদের সাথে বসবাস করতেন।
শাহেদুর জায়েদ আহমদ নিখোঁজ হওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় করা সাধারণ ডায়রিতে (নং-১৮৯, তারিখ ৫/৭/১৮) তার বড় ভাই উল্লেখ করেন- আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার জায়েদ গত ১ জুলাই রাত সাড়ে ৮টায় বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফিরেননি। ওই রাতে এক পর্যায়ে তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি (০১৭৩৩৬৯০৯২৪) বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গায় সন্ধান করেও জায়েদ আহমদের কোনো খোজ মিলেনি।
জায়েদ আহমদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যসহ স্বজনরা উদ্বিঘ্ন। কেউ তার সন্ধান পেলে ০১৭৪২৬৭৩৩৪৪ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন স্বজনরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট