সিলেট বিভাগে জিএসসি ইউকে’র ত্রাণ বিতরণ শুরু

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮

সিলেট বিভাগে জিএসসি ইউকে’র ত্রাণ বিতরণ শুরু

সিলেট বিভাগের বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা হিসাবে নগদ অর্থ বিতরণ করেছে বিলেতে প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে। সোমবার বিকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের বন্যা কবলিত ১৭৩টি পরিবারের মধ্যে সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের নেতৃত্বে এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় জিএসসি’র সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট ট্রেজারার আবুল মিয়া, কেন্দ্রীয় প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ও জিএসসি সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সূফী সুহেল আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মৌলভীবাজারের ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈশিতা টেলিমিডিয়ার প্রধান নির্বাহী নকুল চন্দ্র দাস এবং কামারচক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নজমুল হক সেলিম উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তৃতাকালে ব্যারিস্টার আতাউর রহমান বলেন, প্রবাসীরা বিদেশে অবস্থান করলেও দেশের মানুষের জন্য তাদের মন কাঁদে। সংবাদ মাধ্যমে মৌলভীবাজারসহ সিলেটের বিভিন্ন স্থানে বন্যার খবর শুনে তারা দুর্গতদের সহযোগিতার জন্য উদ্যোগী হন। ফান্ড সংগ্রহের ক্ষেত্রে যুক্তরাজ্যভিত্তিক ‘চ্যানেল এস’ তাদেরকে সব ধরণের সহযোগিতা প্রদান করে। তিনি বলেন, মানবতার কল্যাণের জন্যই তারা বন্যা দুর্গতদের সহযোগিতা প্রদান করছেন। তাদের এ সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বন্যা দুর্গত লোকজনকে এ বিপদের সময় ধৈর্য্য ধারণের পরামর্শ দেন।
পরে অতিথিবৃন্দ বন্যা দুর্গত খাসা প্রেমনগর গ্রামের বন্যা দুর্গত ১৭৩টি পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক এম এ কাদির, সমাজ কর্মী হাফিজ কাওছার আহমেদ, নিলুর রহমান,মাওলানা রিয়াজ উদ্দিন ও হাজি সুহেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ মৌলভীবাজার একটি রেস্টুরেন্টে জিএসসি মৌলভীবাজার শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হন। জিএসসি’র মৌলভীবাজার চ্যাপ্টারের সভাপতি ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সহ-সভাপতি বক্সী ইকবাল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন-জিএসসি’র চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন-জিএসসি’র সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট ট্রেজারার আবুল মিয়া, কেন্দ্রীয় প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী সূফী সুহেল আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ফতেহপুর ইউপি নকুল চন্দ্র দাস । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের সহ-সভাপতি অধ্যক্ষ জিলাল উদ্দিন, অধ্যক্ষ মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুহিব, এস এম উমেদ আলী, রফিকুল ইসলাম, এডভোকেট আবু তাহের, শাহ আব্দুল ওদুদ, ডা: একে এম জিল্লুল হক, মো: ইকবাল হোসেন, রুহেল আহমদ চৌধুরী, সৈয়দ আব্দুল মোতালিব, এডভোকেট আব্দুল হান্নান চৌধুরী, সৈয়দ নওশের আলী খোকন, রেজাউল করিম, মো: আব্দুল হালিম, প্রকৌশলী হাবিবুর রহমান, ডা: সৈয়দ কেফায়েত উল্যাহ, এস এম নুরুল ইসলাম, সাংবাদিক আব্দুল কাদির প্রমুখ।
মতবিনিময় সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
প্রসঙ্গত, জিএসসি ইউকে’র উদ্যোগে সিলেট বিভাগের বন্যা দুর্গত বিভিন্ন জেলা ও উপজেলায় ত্রাণ বিতরণ করা হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট