শাহজালাল (রহ.) এর লাকড়ি তোড়া উৎসব ১১ জুলাই

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮

শাহজালাল (রহ.) এর লাকড়ি তোড়া উৎসব ১১ জুলাই

হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বার্ষিক উরস উপলক্ষে প্রায় ৭শ’ বছর ধরে প্রচলিত লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’ (কাঠ ভেঙে সংগ্রহ) আগামী ১১ জুলাই বুধবার অনুষ্ঠিত হবে। দরগাহের বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি সংগ্রহের এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দরগাহ কমিটি সূত্র জানায়, বুধবার লাকড়ি তোড়া উৎসবে দরগাহ থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালনিছড়া চা-বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি টিলার জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা হবে। ওইদিন সকাল থেকে হযরত শাহজালাল (রহ.) ভক্তরা দরগাহ শরীফে সমবেত হয়ে জোহরের নামাজের পরে মিছিল সহকারে সেখানে যাবেন।

সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর লাকড়ি নিয়ে পুনরায় দরগাহ শরীফে ফিরে আসবেন।

দরগাহের মোতওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান লাকড়ি তোড়া উৎসবে ভক্তদের শান্তিপূর্ণভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট