নির্বাচনে মনোনয়ন বাছাইকালে কাউন্সিলর প্রার্থী আব্দুল গফফার হৃদরোগে আক্রান্ত

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮

নির্বাচনে মনোনয়ন বাছাইকালে কাউন্সিলর প্রার্থী আব্দুল গফফার হৃদরোগে আক্রান্ত

২ জুলাই ২০১৮, সোমবার : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী আব্দুল গফফার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে এখন নগরীর আল রাইয়ান হসপিটালের আইসিইউতে রাখা হয়েছে।

সোমবার (২ জুলাই) দুপুরে সিলেট নগরীর নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে অংশগ্রহণ করেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী আব্দুল গফফার। এসময় মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আব্দুল গফফারের মনোনয়নকে সঠিক ঘোষণা দেওয়া হয়। কিন্তু সেই মুহূর্তে ২ জন লোক মামলার একটি ফাইল নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে। তারা নির্বাচন কমিশনারকে এই বিষয়ে তাদের আপত্তি আছে বলে জানায়।

ঠিক সেই সময়ে যখন এই বিষয় নিয়ে আলোচনা চলছিল তখন হঠাৎ আব্দুল গফফার মাটিতে পড়ে যান। সাথে সাথে স্বজনরা তাকে সিলেট নগরীর মধুশহীদ আলরাইয়ান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুল গফফারের ছোট ভাই আব্দুল হাফিজ হৃদরোগে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট