সিসিক নির্বাচন ।। বাবার পক্ষে ছেলের নেতৃত্বে লিফলেট বিতরণ

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৮

সিসিক নির্বাচন ।। বাবার পক্ষে ছেলের নেতৃত্বে লিফলেট বিতরণ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী দলটির মহানগর সভাপতি প্রাক্তন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তার ছেলে ডা. আরমান আহমদ শিপলুও আওয়ামী লীগের রাজনীতি সক্রিয়। তিনি দলের জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন।  শনিবার বিকেলে নগরীতে কামরানের পক্ষে লিফলেট বিতরণে তাকে নেতৃত্ব দেন তিনি।

সিলেটের যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে নগরীর জেলা পরিষদের সামনে থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এসময় তাদের মাইক ব্যবহার করে স্লোগানও দিতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন । যদিও নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রকাশ্য প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে।

লিফলেট বিতরণকালে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়গিরদার, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছোটন আহমদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন পালন, যুবলীগ নেতা বেলাল খান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, যুবলীগ নেতা মেহেদি কাবুল, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইলায়াছী দিনার, আবুল হাসনাত বুলবুল, জেলা ছাত্রীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মইনুল ইসলামসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট