‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধ’

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৮

‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধ’

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া দলটির কেন্দ্রীয় সদস্য ও সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় জরুরী বৈঠকে এমনটি জানান তারা।

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে শুক্রবার রাতে নগরীর কুমারপাড়াস্থ আরিফের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

একাধিক সুত্রে জানা গেছে, ‘বৈঠকে বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ বদরুজ্জামান সেলিমকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ, জামায়াতের প্রার্থী এহসান মাহবুব জুবায়েরকে জোটগত সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ, আরিফের সাথে দলীয় নেতাকর্মীদের দুরত্ব নিরসনে উদ্যোগসহ নির্বাচনে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে নির্বাচনকালীন কমিটি গঠনসহ নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা এম,এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা: সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপি কেন্দ্রিয় নিবার্হী কমিটি ক্ষুদ্র ঋন বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপি কেন্দ্রিয় নিবার্হী কমিটি সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, বিএনপি কেন্দ্রিয় নিবার্হী কমিটি সদস্য ডা: শাহরিয়ার হোসাইন চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট