১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮
সিলেটের মোগলাবাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসী ধাওয়া করে চার ডাকাতকে আটক করে।
থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মোগলাবাজার থানার জলকরকান্দী গ্রামের মৃত আব্দুল মালিক ওরফে মকু মিয়ার বাড়ীতে ১০/১২ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে বসত ঘরে ঢুকে গৃহকর্তী ও অন্যান্য লোকজনদের জোর পূর্বক হাত পা বেঁধে জিম্মি করে ফেলে। এসময় নগদ অনুমান ১০ হাজার টাকা, একজোড়া স্বর্নের দুল ও একটি স্বর্ণের চেইন, ৫টি মোবাইল ফোন ও ২টি হাত ঘড়ি লুটে নেয় ডাকাতদল।
ডাকাতরা ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ঘরের লোকজন শোরচিৎকার করলে পার্শবর্তী মসজিদ হতে মাইকিং করার সাথে সাথে স্থানীয় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে লাল মাটিয়া হাউজিংয়ের পাশের হাওড় এলাকার ডোবা ও কচুরীপানার মধ্য হতে ৪ ডাকাতকে আটক করে গ্রামবাসী।
আটককৃতরা হলো (১) বাচ্চু মিয়া, পিতা: আহাদ মিয়া, সাং খোজারখলা, পশ্চিম মহল্লা (এরশাদ মিয়ার কলোনী), থানা: দক্ষিন সুরমা, সিলেট, (২) দুলাল মিয়া, পিতা: মৃত মর্তুজ আলী, সাং বনকলাপাড়া, সুবিদ বাজার, বাসা নং ১০৪, নুরানী মাখন মিয়ার কলোনী, থানা: এয়ারপোর্ট, সিলেট, (৩) ফজলু মিয়া, পিতা: মৃত আব্দুল কাইয়ুম, সাং বালুচর, ০২নং মসজিদ, নজরুল মিয়ার কলোনী, থানা: শাহপরান (রহঃ), সিলেট ও (৪) গফুর অরফে সেলিম আহমদ, পিতা: মৃত আ: খালেক, সাং টিকরপাড়া, পীরের বাজার, আবুল মিয়ার বাড়ী, থানা: শাহপরান (রহঃ), সিলেট।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ডাকাতদের আটক করে থানায় নিয়ে আসে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D