মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন কামরান

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন কামরান

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।

আজ বৃহস্পতিবার বেলা ১টায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন সাবেক এই সিটি মেয়র।

এসময় কামরানের সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ড. এ কে আব্দুল মোমেন, সিরাজ বক্সসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকাল ১১টার দিকে কামরানের ছড়ারপাড়স্থ নিজ বাসভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মানিক পীর (র.) গোরস্থানে নিজের বাবা-মার কবর জিয়ারত করেন এই মেয়র প্রার্থী।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট , বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট