পুলিশের সাথে সংঘর্ষ : ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৮

পুলিশের সাথে সংঘর্ষ : ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটে দেড় শতাধিক ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপি ও অঙ্গ সংগঠনের এসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। থানায় আটক ২২ নেতাকর্মীকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপির চেয়ারম্যানপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জেলা ও মহানগর ছাত্রদল। এ সময় অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দিলে নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ান। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ নিয়ে শনিবার দিবাগত রাতে কোতয়ালী মডেল থানার থানাধীন লামাবাজার পুলিশ ফাঁড়ীর এসআই শাহিন আহমদ বাদী হয়ে ৫২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রায় ৯০/১০০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীদেরও আসামী করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব। ঘটনাস্থল থেকে আটক ২২জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট