সিলেটে ৮০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুন ২০, ২০১৮

সিলেটে ৮০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত সিলেটের ৮০ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৯। এছাড়াও মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট এর মাধ্যমে ২৮৩ জন মাদকসেবনকারীকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনকে জরিমানা আদায় পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে ৯,০৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯২ কেজি গাঁজা, ৭৮৬ লিটার দেশিয় মদ ও ৪৬ লিটার বিদেশী মদ।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে যখন মাদকের বিস্তার দিনে দিনে ভয়ানক আকার ধারণ করে আসছিল,মাদকের এই শক্তিশালী ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে গত ৩ মে = র‌্যাব ফোর্সেস এর প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে বিশেষ দরবারে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা প্রদান করেন। র‌্যাব ইতোমধ্যে মাদকের অনেক বড় বড় অভিযানে সাফল্য অর্জন করেছে। সারাদেশের ন্যায় র‌্যাব-৯, সিলেটের একই সাথে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই শ্লোগানে উজ্জীবিত হয়ে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, মাদক চোরাকারবারি ও উক্ত মাদকের ডিলারদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট