সিসিকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ যেন না হয় সে প্রত্যাশা আরিফের

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৮

সিসিকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ যেন না হয় সে প্রত্যাশা আরিফের

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ না হয় এমনটা প্রত্যাশা করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার সিলেটের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সিলেটবাসীর উদ্দেশ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেটে অতীতে যে সম্প্রীতি ছিল এবারও তা বজায় থাকবে এবং সেই সম্প্রীতির মাধ্যমেই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।

নগরপিতা তার প্রতিক্রিয়ায় বলেন, এবারের ঈদ যেন দেশে শান্তি বয়ে আনে, সেই সঙ্গে মানুষে মানুষে প্রতিহিংসা দূর হবে।এর আগে সিসিক মেয়র শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও মোনাজাতে অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট