১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও সিলেট-২ আসনে ২০ দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করানোর পর এখন তাকে সন্তানের কাছ থেকেও দূরে রাখার পায়তারা করছে সরকার। তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে বিএনপিকে ধ্বংস করার পায়তারা করছে। দেশে সঠিক বিচার পাওয়ার কোন জায়গা নাই। তাই আমাদেরকে অস্থিত্ব রক্ষার জন্য একত্রে আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে। আর ঘরে বসে মামলার আসামি হওয়ার চেয়ে আন্দোলন করেই আসামী হওয়া অনেক ভালো।
তিনি আরও বলেন, গুম পরিবারের সদস্যরা আজ সরকারের কাছে নিরাপদ নয়। সরকারকে মাদক নিয়ন্ত্রনে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা বন্ধ করে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর বিদেশে পালিয়ে যাওয়া মাদকের মূলহোতাদের দেশে ফিরিয়ে এনে সঠিক শাস্তি দিতে হবে। সাংবাদিকরাও আজ সকল সঠিক সংবাদ পরিবেশন করতে পারেনা সরকারের হুমকি-ধামকির কারণে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করে বিএনপির নেতৃত্বাধীন সরকারকে পুনঃরায় ক্ষমতায় আনতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘খালেদা জিয়ার মুক্তি ও ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ তোফায়েল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ইমরান হোসেন।
দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আরব খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী আবদুল হাই, জেলা বিএনপির সদস্য ও খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য রুহেল আহমদ কালু। বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী, ছাত্রদল নেতা আবু তাহের মিছবাহ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঈনুল হক, জেলা বিএনপির সদস্য ও লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবারক আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. সারোয়ার হোসেন চেয়াগ, যুগ্ম সম্পাদক ইসমাইল খান, আবদুল কুদ্দুছ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা গণি শাহ, আশিক আলী, জয়নাল আবেদীন, আলা উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম নূর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুস শহিদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জলিল, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, উপজেলা মহিলা দলের সদস্য নাজমা বেগম, দৌলতপুর ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম হামদু, মতছির আলী, আবদুল মালিক, মুক্তার আলী, আনহার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, যুবদল নেতা শাহজাহান, আবদুর রব সরকার, মাসুদ আহমদ সুমন, আইন উদ্দিন, জুবেল আহমদ, ফয়ছল মিয়া, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি কামাল উদ্দিন, লাল মিয়া, গিয়াস উদ্দিন, আবদুল রউফ, সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন, যুবদল নেতা আজাদ, রুজেন, শাহ আমির, জিলান, লিলু মিয়া, জামাল আহমদ, হেলাল আহমদ, জিলান মিয়া, দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন তালুকদার মেম্বার, সহ সভাপতি আবদুল গনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল মিয়া, আবদুর রহমান খালেদ, ইমরান হোসেন সুমন, সাঈদ আহমদ, আবদুল বাছির, ফাহিম আহমদ, জুনেদ আহমদ, রুবেল আহমদ, মোহাম্মদ আলী, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, সহ সভাপতি আক্তার আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রদল নেতা এসবি শেবু, জুনেদ আহমদ জুনু, কিরণ বৈদ্য, রাজেক আহমদ, আরশ আলী, এমদাদ হোসেন, জেএসবি মিজান, সুজেল আহমদ, বকুল আহমদ, সুলতান আহমদ, কামাল আহমদ, সেবুল মিয়া, শাহ আলম, মামুন মিয়া, লিটন মিয়া, কমরু মিয়া, ইমরান মাহমুদ, আজমল আহমদ, কলেজ ছাত্রদল নেতা আফজাল হোসেন, শাহীনুর পাশা, নয়ন আহমদ, আনহার আলী, মেহেদী হাসান মামুন, ফাহিম আহমদ, সালমান আহমদ, সুয়েদ আহমদ, একরাম আহমদ, জিয়াবুর রহমান, রিংকু দেব, জয় দেবনাথ, নাইম আহমদ, ফারাবি খান শাকিল, উপজেলা জাসাস এর সভাপতি ছাব্বির, সহ সভাপতি সের আলী, দৌলতপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আবু তাহের মিছবাহ, আখতার হোসেন, শাহিন মিয়া, শহিদুর রহমান, ইমলাক হোসেন, জাকির ডন, রাজু আহমদ, কবি এসবি সেবু, মামুন, জুবায়ের আহমদ, আহমদ আলী প্রমুখসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মী।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D