হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ১০, ২০১৮

হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, বানিয়াচং উপজেলার গুনই গ্রামের জয়ফুল মিয়া মেম্বারের সঙ্গে একই গ্রামের সালামত মিয়ার স্থানীয় একটি সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। আহত অনেককেই হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট