হবিগঞ্জে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে একজন নিহত

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৮

হবিগঞ্জে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে একজন নিহত

Manual4 Ad Code

হবিগঞ্জের সদর উপজেলার রিচি গ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে রিয়াদ (১৩) নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয় আরও দুই জন। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কিশোর রিচি গ্রামের জিতু মিয়ার ছেলে ।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, শুক্রবার আর্জেন্টিনার পতাকা টানাতে রিয়াদ নিজের বাড়ির টিনের চালায় উঠে। এ সময় সে ঘরের উপর দিয়ে টানা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে এগিয়ে যায় প্রতিবেশী জিতু মিয়ার ছেলে সেলিম (২৮) ও হারুন মিয়ার ছেলে শরীফ (৭)। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা আহত হয়।

গুরুতর অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌছার পূর্বেই সে মারা গেছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code