৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে শাহপরান (রহ.) মাজার গেইট

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮

৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে শাহপরান (রহ.) মাজার গেইট

সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের হযরত শাহপরান (রহ.) এর মাজার গেইটের সৌন্দর্যবর্ধন ও রাস্তার কাজের উদ্বোধন করেছেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। উক্ত কাজ ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে ৫ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হবে।

শুক্রবার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, ডাচ বাংলা ব্যাংক আম্বরখানা শাখার ম্যানেজার চৌধুরী আবুল কালাম পারভেজ, সিলেট ব্রাঞ্চের ম্যানেজার মোঃ তাহমিদ বখত চৌধুরী, সদর উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, উপজেলা স্বেচ্ছাসেব লীগের যুগ্ম-আহবায়ক আজাদুর রহমান সামাদ, লুৎফুর রহমান, যুবলীগ নেতা সুহেল আহমদ, সুহেল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট