খাদিমপাড়া বিআইডিসি এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮

খাদিমপাড়া বিআইডিসি এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক

৩১ মে ২০১৮, বৃহস্পতিবার : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বিআইডিসি বাজার সংলগ্ন এলাকা থেকে ইয়াবা‘সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ ইমন আহমদ (২২)। সে সিলেট জেলার খাদিমপাড়া আলবারাকা পশ্চিম এলাকার মানই মিয়ার ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে এসএমপি শাহপরান থানা পুলিশ খাদিমপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৪০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৩৯০ টাকাসহ ১ জনকে আটক করা হয়।

এসময় আটককৃত ইমনের সহযোগী মাদক ব্যবসায়ী আরাফাত রহমান তারেক (৩৫), মোঃ আব্দুর রহিম হাজারী (৩৫) ও আব্দুর রহমান (৩৫) পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২২।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ ইমন আহমদকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট