দক্ষিণ সুরমার বাবনা মোড়ে সংঘর্ষে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত বরইকান্দির গৌছ মিয়া

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মে ২৯, ২০১৮

দক্ষিণ সুরমার বাবনা মোড়ে সংঘর্ষে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত বরইকান্দির গৌছ মিয়া

Manual8 Ad Code

দক্ষিণ সুরমার বাবনা মোড়ে সোমবার বিকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া আহত হয়েছেন। এ ঘটনায় দোকান ভাংচুরের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরইকান্দির জোড়া খুনের মামলার আসামী সেখানকার ৭নং রোডের কওছর আহমদের সাথে বাবনা মোড়ে কথা কাটাকাটি হয় গৌছ মিয়ার। অপর একটি সূত্র জানায়, বাবনা মোড়ে কওছরের দোকান রয়েছে। গৌছ মিয়া কওছর আহমদকে দোকান খুলতে বাধা দেন। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় কওছরের পক্ষ নিয়ে কথা বলেন বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাবিব হোসেনের ভাতিজা সুহেল রানা। এ সময় তাদের হামলায় গৌছ মিয়া আহত হন। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন এসে জড়ো হন। উভয় পক্ষের সংঘর্ষে গৌছ মিয়ার ভাগ্নে উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জামিল আহমদ পাবেলও আহত হন। পরে গৌছ মিয়ার লোকজন বাবনা পয়েন্টে এসে হাবিব হোসেনের মালিকানাধীন ‘হাবিব হোসেন স্টোর’সহ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। ফলে আশপাশের ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে দেন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরিস্থিতি অবনতি হলে ঘটনাস্থলে দাঙ্গাপুলিশও আসে। পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান,পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সংঘর্ষে দুইজন আহত ও একটি দোকানে ভাংচুরের বিষয়টি তিনি স্বীকার করেন। বিষয়টি আপসে নিষ্পত্তির দিকে গেছে বলে জানিয়েছেন ওসি।
প্রসঙ্গত, গত ৬ মার্চ বরইকান্দিতে সংঘর্ষের ঘটনায় বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়ার দুই ভাগ্নে নিহত হন। এ মামলার আসামী হচ্ছেন কাওছার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code