গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৮

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে এ্যানি বেগম (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শনিবার দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ নয়ামসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এ্যানি বেগম হেতিমগঞ্জ কায়স্তগ্রামের জুরু মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে দ্রুতগতির একটি প্রাইভেটকার ও অটোরিকশাটি সিলেটে শহরের দিকে যাচ্ছিলো। পথে দুই গাড়ি ওভারটেকিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন অটোরিকশার পাঁচযাত্রী।

আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক এ্যানিকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট