সিলেটের দিনকালে সিনিয়র রিপোর্টার পদে এম এ মালেকের যোগদান

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৮

সিলেটের দিনকালে সিনিয়র রিপোর্টার পদে এম এ মালেকের যোগদান

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও বর্তমান সদস্য,দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক দৈনিক সিলেটের দিনকালে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেছেন।

গত ১৫ মে থেকে তিনি নতুন এই কর্মস্থলে যোগদান করেন। উল্লেখ্য এম এ মালেক সিলেটের প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরীতে প্রায় একযুগ নিজস্ব প্রতিবেদকের দায়িত্ব পালন করেন।

পরে দৈনিক সিলেট সুরমার আইটি ইনচার্জ ও সিনিয়র রিপোর্টারের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাসিন্দা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট