শ্রীমঙ্গলে আম পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৮

শ্রীমঙ্গলে আম পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎ পৃষ্টে মো. জীবন মিয়া নামের ৩০ বছরের এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

জানা যায়, মঙ্গলবার ১৫ মে দুপুরে শহরের ভানুগাছ সড়কের ১০ নম্বর এলাকায় হিল ভিউ গেস্ট হাউজে ঘটনাটি ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গেস্ট হাউজ কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জীবন মিয়া গেস্ট হাউজের ছাদে উঠে লোহার পাইপ দিয়ে গাছ থেকে আম পাড়তে গিয়েছিলেন। এ সময় আমগাছের সামনে থাকা বিদ্যুতের মেইন লাইনে লোহার পাইপটি লেগে যায়। এতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মামলার তদন্তকারী অফিসার শ্রীমঙ্গল থানার এস আই ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সৈয়দটুলা গ্রামে। তিনি একজন মধু ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি প্রায় সময় শ্রীমঙ্গলে আসতেন এবং হিল ভিউ গেস্ট হাউজের স্টাফ মুসলিম মিয়া (সম্পর্কে তার ভাতিজা) এর সাথে গেস্ট হাউজে থাকতেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট