ভোজন বাড়ি রেস্টুরেন্ট ভাংচুরে নিন্দা ও ক্ষোভ

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৮

ভোজন বাড়ি রেস্টুরেন্ট ভাংচুরে নিন্দা ও ক্ষোভ

Manual8 Ad Code

ভোজন বাড়ি রেস্টুরেন্টে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। রোববার এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানান, একটি রাজনৈতিক দলের মিছিল থেকে কতিপয় সন্ত্রাসীরা রোববার দুপুর দেড়টায় ভোজন বাড়ি রেস্টুরেন্ট ভাংচুর করে। সন্ত্রাসীরা অস্ত্র হাতে উক্ত রেস্টুরেন্টে হামলা চালিয়ে অপূরণীয় ক্ষতি সাধন করেছে। তখন রেস্টুরেন্টে অবস্থানরত গ্রাহক ও কর্মচারীরা প্রাণ রক্ষার্থে দিক-বিদিক ছুটা-ছুটি করে। ভোজনবাড়ি রেস্টুরেন্ট সরকারি বিধি অনুযায়ী ২০১৪ সাল থেকে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। এটি একটি অরাজনৈতিক ব্যবসা প্রতিষ্ঠান। এত্র রেস্টুরেন্টের সাথে যুক্তরাজ্যে বসবাসরত কয়ছর আহমদ নামক ব্যক্তির কোন সংশ্লিষ্টতা নেই। কতিপয় একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে অসৎ উদ্দেশ্যে হাসিল করার জন্য এ হামলা চালিয়েছে। এতে আমাদের সুনাম ক্ষুন্ন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। পাশাপাশি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের আশাবাদ ব্যক্ত করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code