১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮
নবগঠিত সিলেট সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও পদস্থ সামরিক কর্মকর্তারা। রোববার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে সেনাপ্রধান নতুন ৫ ইউনিটের পতাকা উত্তোলন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ পদাতিক ডিভিশনের ৫টি নবগঠিত ইউনিটের নবযাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হলো।
এর আগে সকাল ১০টায় সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় প্যারেড কমান্ডার মেজর তামজীদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাবাহিনী প্রধাকে সালাম প্রদান করে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D