কাজির বাজার সেতুতে ঝড়ে আহত যুবলীগ নেতা মুসা না ফেরার দেশে

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

কাজির বাজার সেতুতে ঝড়ে আহত যুবলীগ নেতা মুসা না ফেরার দেশে

৩১ মার্চ ২০১৮, শনিবার : সিলেটের কাজির বাজার সেতুতে ঝড়ের সময় দুর্ঘটনায় গুরুতর আহত দক্ষিন সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোসাদ্দেক হোসেন মুসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঝড় চলাকালীন সময়ে মুসা মোটর সাইকেলযোগে দক্ষিণ সুরমা থেকে কাজির বাজার সেতু হয়ে সিলেট নগরীতে আসছিলেন। হঠাৎ একটি চটপটির গাড়ি তার মোটর সাইকেলের উপর এসে পড়ে। সাথে সাথেই মোটর সেইকেল থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে ওসমানী হাসপাতালে, তারপর ওয়েসিস হাসপাতালে লাইফ সার্পোর্টে রাখা হয়। শুক্রবার সকাল তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট