১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত আজ বৃহস্পতিবারের জনসভার অনুমতি পায়নি দলটি। পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচিটি স্থগিত করেছে দলটি। একই দাবিতে সারাদেশে লিফলেট বিতরণ ও প্রতিবাদ কর্মসূচিসহ তিনটি বিভাগীয় শহরে জনসভার তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রিজভী বলেন, আগামী ১ এপ্রিল সারাদেশে লিফলেট বিতরণ ও ৩ এপ্রিল প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। ৭ এপ্রিল বরিশাল, ১০ এপ্রিল সিলেট ও ১৫ এপ্রিল রাজশাহীতে জনসভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে কয়েক দফায় বিােভ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, কালোপতাকা প্রদর্শন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও লিফলেট বিলি করেছে বিএনপি। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির প থেকে প্রথমে ১২ মার্চ ও দ্বিতীয়বার ১৯ মার্চ ও সর্বশেষ আজ ২৯ মার্চ জনসভা করতে পুলিশের অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সরকারের নির্দেশে নিরাপত্তার অজুহাতে বিএনপিকে জনসভার অনুমতি দেয়নি ডিএমপি। : তিনি বলেন, ২৪ মার্চ গণতন্ত্র হত্যার দিনে সরকারপ্রধানের পৃষ্ঠপোষকতায় জাতীয় পার্টিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেয়া হয়েছে। এই ঘটনায় গণতন্ত্রকে অপমানিত ও লাঞ্ছিত করা হলো। এছাড়াও সম্প্রতি আওয়ামী জোটের ছোট ছোট আরো অনেক দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D