অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে উদ্যোগ নিন : বার্নিকাট

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে উদ্যোগ নিন : বার্নিকাট

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। এমন নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করতে এখনই উদ্যোগ নেয়ার ওপর জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণমূলক করতে এখনই উদ্যোগ নিতে হবে। : এ জন্য তিনি সরকারের প্রতি আহবান জানিয়েছেন বলেও তিনি জানান। মার্কিন দূত এ-ও বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তার দেশ সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে গতকাল রবিবার বিকেলে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন দূত ¯পষ্ট করেই বলেন, বাংলাদেশে অতীতে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এখানকার মানুষ জানে, এমন নির্বাচন আয়োজনে কি করতে হবে। : এখানে বিদেশী মধ্যস্ততার কোন প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তার কাছে প্রশ্ন ছিল, বিদ্যমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন কি সম্ভব? জবাবে তিনি বলেন, হ্যা, অবশ্যই, নিশ্চিতভাবেই এটি হতে হবে। এদিকে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠূ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছেন জাতিসংঘ, ইইউসহ বিভিন্ন আর্ন্তজাতিক সহযোগিতা সংস্থা। এর কয়েকদিন আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসে বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জোর দাবি জানান। ইইউ’র একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে সব দলের অংশগ্রহণের নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে জোর দাবি জানান। ইইউ’র প্রতিনিধি দলটি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। : বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সবার অংশগ্রহনে জাতীয় নির্বাচনের দাবি করে আসছে। ২০১৪ সালের ৫ জানুয়ারীর একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর থেকেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বিএনপিসহ দেশের বেশীরভাগ রাজনৈতিক দল আন্দোলন করে আসছে। এরই মধ্যে মিথ্যা ও সাজানো মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। বিশিষ্ট নাগরিকরা গত শনিবার এক সেমিনারে বলেছেন দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তারা সংসদ ভেঙ্গে দেয়ার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।