সিলেট নগরীর জল্লারপাড়ে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

সিলেট নগরীর জল্লারপাড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী মামুন আহমদ মারা গেছেন।
বুধবার (১৭ আগস্ট) ভোর সোয়া ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ব্যক্তির ভাই ঈশান আহমদ ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর জল্লারপাড়ে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী মামুনকে নিজ দোকানে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।
মার্কেট সূত্রে জানা যায়, দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরেই মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক জানান, ভর্তির পর তাৎক্ষণিক তার শরীরে অস্ত্রপচার করা হয়। তবে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র বলেন, ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান এসআই বেনু।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট