উদ্যোক্তা পরিচালকেরা লুটপাট করে ফারমার্স ব্যাংক শেষ করে দিয়েছেন : অর্থমন্ত্রী

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

উদ্যোক্তা পরিচালকেরা লুটপাট করে ফারমার্স ব্যাংক শেষ করে দিয়েছেন : অর্থমন্ত্রী

উদ্যোক্তা পরিচালকেরাই লুটপাট করে ফারমার্স ব্যাংকটি শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। ফারমার্স ব্যাংক বন্ধ হওয়ার কোনো শঙ্কা নেই জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ব্যাংকের পতন হয় না, হতে দেওয়া হয় না।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের ইসলামপুরে বাংলাদেশ ডেভোলাপমেন্ট ব্যাংক কর্পোরেশন (বিডিবিএল)-এর ৪৩ তম শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ফারমার্স ব্যাংকে গিয়ে গ্রাহকরা আমানত পাচ্ছেন না বিষয়ক এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদারকি করছে। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রশাসক নিয়োগের ব্যাপারেও তারা সিদ্ধান্ত নেবে।
এর আগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকটির পরিচালক মোস্তাক আহমদ, আবু হানিফ খান, ড. একেএম ওবায়দুর রব, এফতার হোসেন পিয়ার প্রমুখ।