‘কম যোগ্যতা থাকা সত্ত্বেও সিনহাকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়’

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৭

‘কম যোগ্যতা থাকা সত্ত্বেও সিনহাকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সরকার, এমনটা প্রমাণ করতে অপেক্ষাকৃত কম যোগ্যতা থাকা সত্ত্বেও প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়োগ দেয়া হয়েছিল।’

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সরকার, এমনটা প্রমাণ করতে অপেক্ষাকৃত কম যোগ্যতা থাকা সত্ত্বেও প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়োগ দেয়া হয়েছিল। এখন সেই প্রধান বিচারপতি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘দুর্নীতিবাজ এক বিচারককে বাঁচানোর জন্য তিনি দুদকে চিঠি দিয়েছেন। দুর্নীতি যে করে এবং যে প্রশ্রয় দেয় উভয়ে সমান অপরাধী। এটা দুদকের ৫ নম্বর ধারা অনুযায়ী তিনিও সেই অপরাধ করেছেন।’

তিনি বলেন, ‘তেল-গ্যাস আন্দোলনের ঘারে বসে বিএনপি রাজনীতি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন বিএনপি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করছে।’

শোক দিবসের এই আলোচনা সভায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট