সিলেটে সাজাপ্রাপ্ত ১০ মামলার পলাতক আসামী গুলজার গ্রেফতার

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

Manual8 Ad Code

সিলেটে চার মামলায় সাজাপ্রাপ্তসহ ১০ মামলার পলাতক আসামী দিল্লীল গুলজারকে গ্রেফতার করেছে পুলিশ।
এসএমপির কোতোয়ালি থানার এসআই ফজলে আজিম পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ বিএম টাওয়ারের ৭ম তলা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দিল্লীল সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ দিশারী ১০৪-এর মৃত আবুল বশর গোলজারের পুত্র। তার বিরুদ্ধে ৪টি সাজা পরোওয়ানা, ১টি জিআর মামলার পরোওয়ানা ও ৪টি সিআর মামলার পরোওয়ানাসহ ১০টি মামলায় পলাতক থাকায় আদালত তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। মামলাগুলো হচ্ছে সিলেটের দায়রা ৫৫৫/১৩, ১১৬/১৪, ১৫৮৫/১৩ ও ৪৯০/১৪, এসএমপির শাহপরান সিআর মামলা নং ১৩২/১৪, দায়রা মামলা নং- ৮৬৪/১৫, জিআর মামলা নং ৭১১/১৪, দায়রা মামলা নং ৪৭০/১৫, ৬৭১/১৫, সিআর মামলা নং ৩৯৫/১৩।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code