প্রধান তথ্য কমিশনারকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমানকে সিলেট আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌছলে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমদ মুন্না ও সিলেট সুরমার নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম রোকন।

নেতৃবৃন্দ সিলেট জেলা প্রেসক্লাব’র অগ্রযাত্রা ও কার্যক্রম সম্পর্কে প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমানকে অবহিত করেন। পাশাপাশি সিলেট জেলা প্রেসক্লাব’র কার্যক্রমে তার সহযোগিতা কামনা করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট