৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৬
ময়মনসিংহ : গুলশানের হোলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর থেকে ময়মনসিংহের ৭ যুবককে খুজে পাচ্ছেননা আইনশৃঙ্খলা বাহিনী। এরা কি কারনে নিখোঁজ রয়েছে বা আদৌ তাদের মধ্যে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে ফুলবাড়ীয়ায় ৩ জন, ভালুকায় একজন, গফরগাঁও একজন, ধোবাউড়ায় একজন, হালুয়াঘাটে একজন রয়েছেন। ফুলবাড়ীয়া উপজেলার জোরবাড়িয়া মন্ডলবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২৮) নিখোজ হন। গত ৭ ফেব্রুয়ারি এব্যাপারে তার ভাই আবু সাঈদ জাহাঙ্গীর হোসেন একটি জিডি করেন। গত বছরের ১৯ ডিসেম্বর করা জিডিতে ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর টানপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (১৬) নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার বাবা। একই উপজেলার কৈয়ারচালা পশ্চিমপাড়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মো. নায়েদুল্লাহ (১২) নিখোঁজ হওয়ার পর ২০১৫ সালের ১৩ মার্চ একটি জিডি করেন তার বাবা।
শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বড়গজনী গ্রামের মুমিত চন্দ্র সাংমার ছেলে রাজেশ কুবি (২৪) নিখোঁজ হওয়ার পর ভালুকা মডেল থানায় ২০১৬ সালের ১৮ এপ্রিল একটি জিডি করা হয়। তার বোন শুভ্রা কুবি জিডিতে বর্তমান ঠিকানা ভালুকা ডিগ্রী কলেজের পিছনে মাহাবুবুর রহমানের ভাড়াটিয়া হিসেবে উল্লেখ রয়েছে। গত ৯ জুলাই ২০১৬ তারিখে গফরগাঁও থানায় করা একটি জিডিতে উপজেলার ধামাইল গ্রামের আবুল হোসেনের ছেলে ফরহাদ মিয়া (১৬) নিখোঁজের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে ২০১৫ সালের ২৩ মার্চ হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামের ব্যবসায়ী রিপন সাহার দায়ের করা জিডিতে কক্সবাজার জেলার উখিয়া থানার আব্দুর রহমান যতি (২৮) নামে একজন নিখোঁজের কথা উল্লেখ করেছেন। সবশেষ জিডি হয় ধোবাউড়া থানায় গত ১১ জুলাই। উপজেলার গোপিনপুর (দরগা শরীফ) গ্রামের রোকন উদ্দিনের স্ত্রী মোছা সাপিয়া খাতুন তার ছেলে মুজাহিদুর রহমান (১৩) নিখোঁজের কথা উল্লেখ করেছেন ওই জিডিতে।
ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ময়মনসিংহে সাতজন নিখোঁজের সন্ধান পাওয়া গেছে। তবে পারিবারিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে এরা জঙ্গি কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের সন্ধানে পুলিশ মাঠে কাজ করছে। নিখোঁজদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D