পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি, রবিবার থেকে রোজা শুরু

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মে ২৭, ২০১৭

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি, রবিবার থেকে রোজা শুরু

দেশের কোথাও পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রবিবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ এবং রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনাসহ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এর আগেই বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।