সিলেটে ভারতীয় কম্বল চকলেট ও জিরাসহ যুবক আটক

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

সিলেটে ভারতীয় কম্বল চকলেট ও জিরাসহ যুবক আটক

Manual2 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ কম্বল, চকলেট ও জিরাসহ এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২১ হাজার ৮৮০ টাকা।

Manual2 Ad Code

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।

Manual7 Ad Code

আটক মো. শাহজালালরহমতুল্লাহ (২৪) নরসিংদীর মাধবদী থানার মোড়পাড়া কাজীবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. দেলোয়ার হোসেন দেলুমিয়া।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় এসআই (নিরস্ত্র) স্বরুপানন্দ ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ ‘রয়্যাল’ নামীয় একটি বাসে তল্লাশি চালান। তল্লাশিকালে বাসটি থেকে ৬৪ পিস ভারতীয় কম্বল, নেস্টলে কিটক্যাট, ডেইরি মিল্ক, স্নিকার্স ও পোলো ব্র্যান্ডের ১৯ বক্স ভারতীয় চকলেট এবং ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে।


 

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code