২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ২০২৬–২০২৭ রোটারি বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটা: মো. বাহা উদ্দিন বাহার (আরএফএসএম) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রোটা: আনোয়ার হোসেন।
এ ছাড়াও ২০২৭-২৮ রোটারি বর্ষের সভাপতি মনোনীত হয়েছেন রোটা: এ এস এম জি কিবরিয়া (আরএফএসএম)। কমিটিতে সদ্য সাবেক সভাপতি হিসেবে রয়েছেন রোটা: সেলীনা আক্তার চৌধুরী চৌধুরী, (পিএইচএফ)
নব গঠিত কমিটিতে সহ-সভাপতি-১ হিসেবে দায়িত্ব পালন করবেন রোটা: মো. ফারুক আহমেদ, (আরএফএসএম), সহ-সভাপতি–২ রোটা: মিয়া মো. রুস্তুম।
নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন রোটা: মো. বদরুজ্জামান চৌধুরী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রোটা: মো. আবুল কালাম।
তাছাড়া পরিচালক পদে ক্লাব সার্ভিসে রোটা: পি.পি. অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল হাফিজ, (পিএইচএফ), পেশাগত সেবায় রোটা: পি.পি. শাহ জামাল আহমেদ, (পিএইচএফ), কমিউনিটি সেবায় রোটা: পি.পি. প্রফেসর মোহাম্মদ জাকির আলী, (আরএফএসএম), আন্তর্জাতিক সেবায় রোটা: পি.পি. অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন, (পিএইচএফ) এবং নিউ জেনারেশন পরিচালক হিসেবে রোটা: পি.পি. মোহাম্মদ আতীকুর রেজা চৌধুরী, (পিএইচএফ, এমসি) মনোনীত হয়েছেন।
এ ছাড়া সার্জেন্ট-অ্যাট-আর্মস–১ হিসেবে রোটা: পি.পি. মো. আলমগীর হোসেন, (পিএইচএফ) এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস–২ হিসেবে রোটা: মো. আনিনুল ইসলাম দায়িত্ব পালন করবেন। বুলেটিন সম্পাদক হয়েছেন রোটা: পি.পি. মো. ইমাদ উদ্দিন, (আরএফএসএম) এবং ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর হিসেবে মনোনীত হয়েছেন রোটা: পি.পি. প্রফেসর সাখাওয়াত হোসেন, (পিএইচএফ) ।
এদিকে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রোটা: পি.পি. মো. ইমাদ উদ্দিন, (আরএফএসএম)।
উল্লেখ্য, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন রোটারি ইন্টারন্যাশনাল ডি–৬৫, বাংলাদেশের অন্তর্ভুক্ত একটি ক্লাব। ক্লাবটির আইডি নম্বর ২৫০৬০ এবং এটি ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর চার্টার লাভ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D