তারেক রহমানকে স্বাগত জানাতে এসে হৃদরোগে আক্রান্ত বিএনপি নেতা জমির

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

তারেক রহমানকে স্বাগত জানাতে এসে হৃদরোগে আক্রান্ত বিএনপি নেতা জমির

Manual5 Ad Code

গত বুধবার (২১ জানুয়ারি) শাহপরান রঃ মাজার জিয়ারতে আসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে এসে মানুষের উপচে পড়া ভিড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৩নং ওয়ার্ড বিএনপির নেতা জমির উদ্দিন।
জনসমাগমে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন জমির উদ্দিন। পরে তাকে দ্রুত সিলেট নগরীতে অবস্থিত হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। চিকিৎসক বলেছেন তিনি বড় ধরনের হার্ট অ্যাটাক করেছেন।
যার জন্য দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা প্রয়োজন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অ্যাঞ্জিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম ইত্যাদি পরীক্ষা করার কথা রয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

Manual5 Ad Code

দ্রুত সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন জমির উদ্দিনের পরিবার।


এদিকে অসুস্থ বিএনপি নেতা জমির উদ্দিনকে দেখতে গিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও, বিএনপি নেতা জমির উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নিজাম উদ্দিন জায়গীরদার, সিলেট জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতি দলের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন, বিএনপি নেতা ইদন মিয়া প্রমুখ।

Manual8 Ad Code


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code