এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

Manual2 Ad Code

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে টিসি ও পিসি নম্বর প্রেরণের সময়ও বাড়ানো হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২২ জানুয়ারি বোর্ডের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ এবং টিসি ও পিসি নম্বর এন্ট্রি করতে পারবেন।

Manual4 Ad Code

বর্ধিত সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের কাজ আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। এছাড়া ৩০০ টাকা বিলম্ব ফিসহ ৬ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি (৩০০ টাকা) ও প্রতিষ্ঠান জরিমানা (২ হাজার ৫০০ টাকা)-সহ ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২১ সেশনের যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করা হয়েছে কিন্তু বর্তমানে ‘প্রোবেবল লিস্ট’-এ নাম নেই, তাদের নাম আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বোর্ড কর্তৃপক্ষ ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত করে দেবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের ফরম পূরণ সম্পন্ন করতে পারবে।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর তারিখে প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code