জকিগঞ্জে সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

জকিগঞ্জে সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের দাফন সম্পন্ন

Manual4 Ad Code

সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় থানাবাজার মাদরাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Manual3 Ad Code

জানাজার নামাজে ইমামতি করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

Manual5 Ad Code

সাংবাদিক আব্দুল খালিক তাপাদার গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুফতি আবুল হাসান, আনোয়ার হোসেন খান, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, কাজী জালাল উদ্দিন, মাওলানা আব্দুল মুছব্বির, মাওলানা মখলিছুর রহমান, নিজাম উদ্দিন খান, জয়েদ আহমদ, মোস্তাক আহমদ, সাংবাদিক মোর্শেদ লস্কর ও ইউনুছ আলীসহ আরও অনেকে। বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

উল্লেখ্য, আব্দুল খালিক তাপাদার দীর্ঘদিন জকিগঞ্জে সাংবাদিকতা করার পর ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। প্রবাসে স্থায়ীভাবে বসবাস করলেও তিনি জকিগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code