কুলাউড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

কুলাউড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Manual4 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য চ্যালেঞ্জস্বরুপ। এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কোনপথে যাবে। জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা পূরণ ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে গণভোটে ‘হ্যাঁ’ এবং দলীয় প্রতীককে বিজয়ী করতে ১০ দলীয় জোটের সর্বস্তরের নেতাকর্মীদেরকে কাজ চালিয়ে যেতে হবে। মানবিক বাংলাদেশ বিনির্মাণ ও উন্নত কুলাউড়া গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করুন।”

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুলাউড়া পৌর শহরের স্টেশন চৌমুহনীস্থ কামাল প্লাজায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

বর্ণাঢ্য আয়োজন ও দোয়া মাহফিলের মাধ্যমে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয় হয়।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী আবেগপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি বাইরের কেউ নই, আপনাদেরই ঘরের সন্তান। নিজেকে বড় কোনো নেতা মনে করি না, বরং আপনাদের মতোই একজন সাধারণ নির্বাচনী কর্মী, আপনাদের ভাই ও বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। আমাদের লক্ষ্য কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং ইনসাফ কায়েম করা। আমার জন্য সকলে খাস করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম ফয়সালা রেখেছেন।’

Manual7 Ad Code

উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমীর খন্দকার আব্দুস সোবহান, নজরুল ইসলাম সুয়েব এবং উপজেলা নায়েবে আমীর মো. জাকির হোসেন।

Manual7 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন-সিলেট মহানগরী জামায়াতের পেশাজীবী থানার সেক্রেটারি জহির উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন আহমেদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন এবং বিশিষ্ট চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code