জৈন্তাপুরের পূর্ব শত্রুতার বলি তরমুজ ক্ষেত, থানায় অভিযোগ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

জৈন্তাপুরের পূর্ব শত্রুতার বলি তরমুজ ক্ষেত, থানায় অভিযোগ

Manual8 Ad Code

সিলেটের জৈন্তাপুরে রাতের আঁধারে তরমুজ ক্ষেত কাটার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন কৃষক।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের ডাইয়া গ্রামের জামে মসজিদের মালিকানাধীন বেদু হাওরে ৫ বিঘা জমিতে চলতি মৌসুমে তরমুজ চাষ করেন একই গ্রামের কৃষক মো. আহমদ আলী।

২০ জানুয়ারি রাত আনুমানিক ৯টা থেকে ২১ জানুয়ারি সকাল ৮টার মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে তার তরমুজ ক্ষেতে প্রবেশ করে প্রায় ৯০০ হতে ১ হাজার ফুল ফল ধরা তরমুজ গাছ কেটে ফেলে। ফলে কৃষকের আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Manual1 Ad Code

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডাইয়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মো. আহমদ আলী (৫৩) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেন।

Manual1 Ad Code

ফসল বিনষ্টের ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আহমদ আলী বলেন, “আমি একজন সাধারণ কৃষক। গত পাঁচ বছর ধরে বানিজ্যিক আকারে তরমুজ চাষ করে আসছি। চলতি মৌসুমে ধার-দেনা করে প্রথমবার ডাইয়া মসজিদের মালিকানাধীন বেদু হাওড়ে তরমুজ চাষ করেছি। রাতের আঁধারে আমার পুরো ক্ষেত কেটে শেষ করে দিয়েছে। আমার বড় ধরণের ক্ষতি হয়ে গেলো। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তরমুজ ক্ষেতের পুরোটাই ক্ষতি হয়েছে, যা একজন কৃষকের জন্য বড় ধাক্কা। আহমেদ আলী একজন সফল তরমুজ চাষি। এই বাগানে ফুল ও ফল আসা শুরু হয়েছিলো। আগামী রমজান মাসে বাজারজাত শুরুর সম্ভাবনা ছিলো। কিন্তু দূর্বৃত্তরা সব স্বপ্ন ধ্বংস করে দিলো।

Manual5 Ad Code

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code