জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে তল্লাশি, ভারতীয় পণ্যসহ আটক ২

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে তল্লাশি, ভারতীয় পণ্যসহ আটক ২

Manual5 Ad Code

সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ।

অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পণ্য বহন ও মজুদের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জৈন্তাপুর মডেল থানার কিলো-৯ ডিউটিতে নিয়োজিত একটি দল তামাবিল মহাসড়কে থানাসংলগ্ন চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উপপরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত টিম ঢাকা থেকে ছেড়ে আসা শাহ আমানত পরিবহনের একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাসের ভেতর থেকে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী, খাদ্য ও ভোগ্যপণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে কাবেরী মেহেদি ২৩০ প্যাকেট, সেসা হেয়ার অয়েল ৩৬ প্যাকেট, পোলো লজেন্স ২২ প্যাকেট, বেনজো চকলেট ৫০ প্যাকেট, ম্যাংগো সাবান ১২ প্যাকেট, নিভিয়া বডি লোশন ১০টি, ওরিও বিস্কুট ১০ প্যাকেট এবং শনপাপড়ি ১০ প্যাকেট।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ বিশ হাজার আটশত টাকা। উদ্ধারকৃত পণ্যগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

Manual2 Ad Code

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা তৈয়ব উদ্দিন (৪৫), পিতা মৃত মনির আহমেদ এবং একই উপজেলার ইসমাইল (৫৫), পিতা মৃত ইব্রাহিম।

Manual3 Ad Code

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য মজুদ ও বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, সোমবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code