সিলেটে দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়া, প্রাণ দিলেন স্বামী

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

সিলেটে দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়া, প্রাণ দিলেন স্বামী

Manual5 Ad Code

সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

Manual1 Ad Code

নিহত তোফায়েল আহমদ (৪৬) মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা ২৫/৩ এলাকার বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হলে এক পর্যায়ে দু’জনেই আলাদা কক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তোফায়েল আহমদকে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির বলেন, “পারিবারিক কলহের কারণে এক ব্যক্তি ও তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তোফায়েল আহমদের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Manual4 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code