সিলেটে রাবার বাগানে নিয়ে খালাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

সিলেটে রাবার বাগানে নিয়ে খালাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Manual4 Ad Code

সিলেটে রাবার বাগানে তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‌াবের একটি দল ধর্ষণ মামলার পলাতক আসামী মনির মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে। সে জালালাবাদ থানাধীণ দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জালালবাদ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরআগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বেতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

শনিবার দুপুরে র ̈াব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ভিকটিম সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত মনির ভিকটিমের সম্পর্কে খালাতো ভাই। এক বছর পূর্বে ভিকটিমের মাতা মারা যান। মৃত্যুর পূর্বে ভিকটিমের মাতা শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করত। ওই বাসার মালিক মাঝে মধ্যে ভিকটিমের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করত। সেই সুবাধে ভিকটিমের মোবাইল নাম্বার মালিকের বাসায় দেওয়া ছিল। গত ৩১ অক্টোবর ভিকটিমের বাড়িতে গিয়ে মনির জানায় বিশ্ববিদ্যালয় এলাকার ওই বাসার মালিক ফোন দিয়েছে তাদের বাসায় গেলে কিছু টাকা দেয়া হবে।

Manual1 Ad Code

তখন বাসায় ভিকটিমের পিতা না থাকায় মনির ভিকটিমকে নিয়ে ওই বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে রাবার বাগানে টিলার উপরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে এসে তার পরিবারকে জানায়। তখন ভিকটিমের পিতা গ্রেফতারকৃত মনিরের পরিবারকে জানালে তারা বিষয়টি আপোষের জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবে ভিকটিমের পিতা রাজি না হয়ে থানায় মামলা দায়ের করেন।

Manual7 Ad Code


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code